শ্রীলংকা-আফগানিস্তান লড়াই: পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। ১১ সেপ্টেম্বর ফাইনাল

শ্রীলংকা-আফগানিস্তান লড়াই: পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
শ্রীলংকা-আফগানিস্তান লড়াই: পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। ১১ সেপ্টেম্বর ফাইনাল।

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ সামনে রেখে মরুর বুকে ছয় জাতির এই টি ২০ মহাযজ্ঞে নিজেদের মেলে ধরতে উন্মুখ অনেকেই।

ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। 

‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি শ্রীলংকা আর আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা হলেও শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ফেবারিট মানছেন অনেকেই।

দুই দলের মধ্যে কে এগিয়ে? প্রশ্নে কাগজে-কলমে লঙ্কানদের এগিয়ে রাখবে ক্রিকেটবিশ্ব। তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে আবার এগিয়ে রয়েছে আফগানিস্তান।

২০২০ সালের পর শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র একটি। তাও ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।  আর আফগানিস্তান জিতেছে ৫টি।  আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে রশিদ খানের দল, জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে দুটি, একটি ড্র করেছে বাংলাদেশের সঙ্গে।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom