শরণখোলায় দেওয়াল ধসে শিশুর মৃত্যু
লিজা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে লিজা।
প্রথম নিউজ,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় দেওয়াল ধসে লিজা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিজা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে লিজা। তার দাদির সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে।
এ বিষয়ে দেলোয়ার হাওলাদার জানান, সকালে তার নাতনি (লিজা) বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক ফাঁকে সে বাড়ির নির্মাণাধীন ভবনের দেওয়াল বেয়ে ওপরে উঠতে যায়। এ সময় দেওয়াল ধসে তার মাথায় পড়ে। অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরিন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: