শিমুলিয়া-বাংলাবাজার রুটে আবার ফেরি চলাচল শুরু

ট্রায়াল সফল হলে নিয়মিত ফেরি চলাচল শুরু করা হবে

শিমুলিয়া-বাংলাবাজার রুটে আবার ফেরি চলাচল শুরু

প্রথম নিউজ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে আবার পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিআইডাব্লিউটিসির ফেরি কুঞ্জলতা শিমুলিয়াঘাট থেকে বাংলাবাজারঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

এ ব্যাপারে শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, ট্রায়াল হিসেবে আজ দুপুর ১২টার দিকে ফেরি কুঞ্জলতা ঘাট হতে ছেড়ে গেছে। ট্রায়াল সফল হলে নিয়মিত ফেরি চলাচল শুরু করা হবে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানিয়েছেন, আজ সকালে ২৯টি মোটরসাইকেল ও ৫টি ছোট গাড়ি নিয়ে এই পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। পরীক্ষায় সফল হলে আগামীকাল থেকে আবার ফেরি চলাচল শুরু হবে।

এর আগে পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে ১১ অক্টোবর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। স্রোতের কারণে ফেরির ধাক্কায় পদ্মাসেতুর ক্ষতির আশঙ্কায় এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরীক্ষামূলক চলাচল সফল হলে ফেরি চলবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom