শুভ জন্মদিন শাবনূর

শুভ জন্মদিন শাবনূর

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এখন অবশ্য সিনেমায় আর দেখা মেলে না তার। বিয়ে করে সংসারী হয়েছেন, দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন নায়িকা। স্বপ্নের প্রিয় নায়িকারা দর্শকের মনে বেঁচে থাকেন অনন্তকাল। বাংলা চলচ্চিত্রের তেমন একজন স্বপ্নের নায়িকা শাবনূর। নতুন প্রজন্মের প্রায় সব নায়িকার প্রিয় তালিকায় আছেন তিনি। আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন।

কাগজ কলমে বয়সের হিসাবে ৪৩ বছর পার করে ৪৪-এ পা রাখলেন শাবনূর। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাংলা চলচ্চিত্রের সফল নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। স্নিগ্ধ চেহারা, সুন্দর হাসি, মায়াবী চোখের চাহনি আর প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়ে কোটি মানুষের হৃদয় দখল করে আছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। 

১৯৭৯ সালের এই দিনে যশোর জেলায় জন্ম শাবনূরের। তার ডাকনাম নূপুর এবং পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমাটি দিয়ে। 

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। এটি বাংলাদেশের চলচ্চিত্রে সফল জুটিগুলোর অন্যতম। এছাড়া, মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।

‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্র’, ‘ভালোবাসি তোমাকে’, ‘বিয়ের ফুল’, শশুড়বাড়ি জন্দিাবাদ’সহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডের স্বপ্নের এই নায়িকা। সাবলীল আর দুর্দান্ত অভিনয়ের জন্য স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন শাবনূর। তবে এখনো তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। 

২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রায় ৮০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। ২০১২ সালে ২৮ ডিসেম্বর তিনি বিয়ে করেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রবাসী অনীক মাহমুদের সঙ্গে তার বিচ্ছেদ হয়। আইজান নামে একটি পুত্র সন্তান আছে।