শিবপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লাখপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে তারা।

শিবপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লাখপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যায়। পরিবারের লোকজন নদীর পানিতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ কিশোরীদের অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকালে  ইয়াছমিন ও ইমার লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিখোঁজ ইয়াছমিন শিবপুর উপজেলার লাখপুর গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। তারা বাবা মায়ের সাথে পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামে বসবাস করতেন। গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে তারা মারা যায় বলে পরিবারের লোকজন জানান।