শিক্ষায় বরাদ্দ বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা
বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
প্রথম নিউজ, অনলাইন: দেশের শিক্ষাখাতে বেড়েছে বাজেটের পরিমাণ। শিক্ষাখাতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। যা বিগত ২০২২-২৩ অর্থবছরের চেয়ে বেড়েছে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।
এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ১৫তম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও টানা পঞ্চম বাজেট। বাজেট প্রস্তাবনায় কোনো কোনো পণ্যের ওপর কী পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে বা কোন কোন পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী।