শিক্ষকদের আন্দোলনে সরকারের পতন হবে: সেলিম ভূঁইয়া 

শিক্ষকদের আন্দোলনে সরকারের পতন হবে: সেলিম ভূঁইয়া 

প্রথম নিউজ, টাঙ্গাইল: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের আন্দোলনে সরকারের পতন হবে। পরবর্তী সরকার জাতীয়করনের ঘোষনা দিবে।

আজ টাংগাইল পাঠাগারে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধি সভা জেলা সভাপতি, বাকশিসের প্রেসিডিয়াম সদস্য  অধ্যাপক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে  এবং অধ্যাপক আবদুল্লাহ আলো মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব মাওলানা আবদুল আলীম আকন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্পাদক আবদুল কাদের, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা সম্পাদক আবদুল বাসেত, অধ্যাপক তুহিন, অধ্যাপক জহুরুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ । 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, এ সরকারের পক্ষ শিক্ষকদের দাবী পূরন করার সময় শেষ। ব্যানারে তাদের ছবি টানিয়ে  যারা দাবীর কথা বলেন তাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে আন্দোলনে অংশ গ্রহনের আহ্বান জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। 
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  সর্বপ্রথম  বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেন।দেশনেত্রী  বেগম খালেদা জিয়া ২০% বেতন, আংশিক উৎসব ভাতা, ১ টি টাইম স্কেল, ১ টি ইনক্রিমেন্ট, আপনাদের প্রত্যাশিত অবসর ভাতা দিয়েছেন।আবার  ক্ষমতায় গেলে জাতীয়করনের লিখিত ঘোষনা দিয়েছেন।
এ সরকারের সময় শিক্ষকরা হামলা, মামলা , হয়রানি, নির্যাতনের শিকার হয়েছেন। সরকার শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দিয়েছেন। এ সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। অধ্যাপক আবূুল আউয়াল সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।