লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের বুড়িমারীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাটগ্রাম প্রেস ক্লাব স্থানীয় পূর্ব চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক সফিউল আলম লাবু, আনিচুর রহমান লাডলা, হরিদার আলী বাবু প্রমুখ।

বক্তারা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরর কথা উল্লেখ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গত ১২ সেপ্টেম্বর স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ও সরদারদের সংঘর্ষের সময় এশিয়ান টিভির সাংবাদিক এম এ কামাল ও কালবেলার মিঠু মুরাদের ওপর হামলা চালানো হয়। ওই সময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।