লিবিয়ার বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে ঘানার রাষ্ট্রদূতের

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে ঘানার রাষ্ট্রদূতের

প্রথম নিউজ, ডেস্ক : লিবিয়ায় নিযুক্ত ঘানার রাষ্ট্রদূত মার্ক মাইকেল এন্টসি ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। ত্রিপোলীর স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন ঘানার রাষ্ট্রদূত।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে এসে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের সঙ্গে সাক্ষাৎ করেন ঘানার রাষ্ট্রদূত। সাক্ষাতে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও ঘানার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তারা প্রবাসী কর্মীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি অভিবাসন খাতের বিভিন্ন উদ্বেগের কথাও আলোচনায় উঠে আসে। দুই রাষ্ট্রদূত অভিবাসী সংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ে সম্মত হয়েছেন।

ঢকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।