লেবানন থেকে ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরাইলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: উত্তর ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার সকালের দিকে উত্তর ইসরাইলে এ হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরাইলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
এদিকে গাজায় গত দুই দিনে ইসরাইলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭৩৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় প্রায় ছয় লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে।
গাজার সরকারি অফিস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন।