লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল
মঙ্গলবার(৬ মে)রাত ৮ টার দিকে নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে সামনে ঘিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
প্রথম নিউজ, ঢাকা: দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার(৬ মে)রাত ৮ টার দিকে নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে সামনে ঘিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়নগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।