রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় যুবক নিহত

 রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সোহেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেলের স্ত্রী কুলসুম আক্তার বলেন, আমার স্বামী গাবতলী হাটে গরু রাখালের কাজ করতেন। রাতে কাজ শেষে মিরপুর দারুস সালাম রোড দিয়ে বাসায় ফিরছিলেন। এই সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

কুলসুম আক্তার বলেন, আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ঢাকায় মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের তিন মেয়ে ও এক ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ পাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।