রাশিয়া পরিস্থিতিতে জি৭ ইইউ নেতাদের ফোনকল ব্লিঙ্কেনের

রাশিয়া পরিস্থিতিতে জি৭ ইইউ নেতাদের ফোনকল ব্লিঙ্কেনের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাশিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জি৭ এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্লিঙ্কেনের সঙ্গে এই ফোনকলে যোগ দেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো পরিবর্তন হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন ব্লিঙ্কেন। তিনি আরও জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মিত্র এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় থাকবে যুক্তরাষ্ট্র।