রাশিয়ার মোতায়েন করা পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহৃত হবে না: লুকাশেঙ্কো
প্রথম নিউজ, ডেস্ক : মিনস্কে সম্প্রতি মোতায়েন করা রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সাবেক সোভিয়েত রাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে শুক্রবার (৩০ জুন) এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের এই কট্টর মিত্র। শনিবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এগুলো (পারমাণবিক অস্ত্র) আমাদের কখনোই ব্যবহারের প্রয়োজন হবে না। আমাদের ভূখণ্ডে কোনও শত্রু প্রবেশ করবে না।’
তবে প্রয়োজন পড়লে এসব অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলেও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় ক্ষতির শঙ্কা থেকে মুক্ত হতে ও আগ্রাসন ঠেঁকাতে পারমাণবিক অস্ত্র প্রয়োজন বলে দাবি করেছেন লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো তিনিও বরাবরই রাষ্ট্রীয় ক্ষতির চেষ্টার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করে আসছেন। ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে পুরোদমে সমর্থন করে আসছেন বেলারুশ প্রেসিডেন্ট।
সম্প্রতি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে পুতিনকে। এসব সমালোচনার জবাবে তিনি বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে পারমাণবিক চুক্তি ভঙ্গ করেনি রাশিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, অনেক আগে থেকেই ইউরোপের দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে হোয়াইট হাউজ। সূত্র: রয়টার্স