রাশিয়ার বেলগোরোডে ফের বিস্ফোরণের ‘বিকট শব্দ’
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার বেলগোরোড শহরের কেন্দ্রস্থলে ‘মাঝারি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ’ শোনা গেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে। খবর আল জাজিরার।
তাসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কিছু নাগরিক ‘ওই শব্দ’ শুনেছেন এবং ‘ঘটনার পরপরই, রাস্তায় গাড়ির অ্যালার্ম বেজেছে’।
ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলের গভর্নর স্থানীয় সময় রোববার রাতে দুটি বিস্ফোরণের কথা জানিয়েছেন। তবে তিনি ‘ইউক্রেনের ভূখণ্ড থেকে কিছু উড়ে এসেছে’ এমন ধারণাকে উড়িয়ে দিয়ে বলেছেন, সম্ভবত রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে’এই ঘটনা ঘটাতে পারে।
বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটিতে এর আগেও কয়েকবার হামলার খবর পাওয়া গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews