রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে হাফিজুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের
রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রথম নিউজ, ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে হাফিজুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেলসেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, সকালে রেলওয়ে সেতুর উপর ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, ধারণা করা হচ্ছে নিহত যুবকটি রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় কোনো একটি ট্রেনে তিনি কাটা পড়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: