রেললাইনে বসে রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রেললাইনে বসে রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের ওপর বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নিতাই আগরওয়ালা (৫২)। তিনি আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে। নিতাই অবিবাহিত ও মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, নিতাই আগরওয়ালা শুধু রাতের বেলায় বাড়িতে গিয়ে ঘুমাতেন। এছাড়া সারাদিনই আক্কেলপুর রেলগেটের আশপাশে বসে থাকতেন। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। আজ সকালে বাড়ি থেকে এসে রেলগেট এলাকায় ঘোরাফেরা করেন। এরপর রোদ পোহাতে রেলগেট এলাকায় দুই নম্বর লাইনে বসে ছিলেন। এ সময় খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেটে ঢুকে পড়ে। এ সময় নিতাই রেললাইন থেকে তাড়াহুড়ু করে উঠতে গিয়ে মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্বজনেরা এসে মরদেহটি নিয়ে যান।

মৃত নিতাই আগরওয়ালার বড় ভাই গণেশ আগরওয়ালা বলেন, নিতাই অবিবাহিত। সে মাদকাসক্ত ছিল। রোদ পোহাতে রেললাইনে বসে ছিল। তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। স্বজনেরা মরদেহ নিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।