রেলের ব্যারিকেডে ট্রাকের ধাক্কা, হতাহত ৪
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে নিরাপত্তার জন্য পুঁতে রাখা ব্যারিকেডে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (৫০) নামে এক বরই ব্যবসায়ী নিহত হয়েছেন
প্রথম নিউজ, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে নিরাপত্তার জন্য পুঁতে রাখা ব্যারিকেডে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (৫০) নামে এক বরই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পাঁচমাথা মোড়ের রেললাইন সংলগ্ন ফলের আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফল ব্যবসায়ী আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। গুরুতর আহত তিন ব্যবসায়ী হলেন- মিঠাপুকুরের মালিকাদহ গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৩), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৯) ও হাতিখানা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনো গাড়ি যেন রেললাইনের ওপরে ওঠে না যায় সেজন্য আড়তের পাশে ব্যারিকেড হিসেবে পরিত্যক্ত রেললাইন বা লোহার খুঁটি বসানো ছিল। পাশে দাঁড়িয়ে বরই বিক্রি করছিলেন হাকিম। এ সময় আঙুরবোঝাই একটি ট্রাক মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে ওই খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে খুঁটিটি আব্দুল হাকিমের মাথায় এসে আঘাত করে। এসময় মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ ফল ব্যবসায়ী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তারেক দীপু ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: