রৌমারীতে খালে ভাসছিল লাশ
প্রথম নিউজ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচরে খালের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ধনারচরের একটি খালের ওপর নির্মিত ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির নাম কেসমত আলী (৫০)। তিনি রৌমারী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের কুরান আলীর ছেলে।
নিহতের প্রতিবেশী বাবলু মিয়া জানান, কেসমত আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কোরবানি ঈদের পর থেকে তার অসুস্থতা বেড়ে যায়। অসুস্থতার কারণে তার স্ত্রীও ছেড়ে গেছেন। পরিবারে তার ছেলে-মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত পাঁচ দিন ধরে তিনি বাড়িতে ছিলেন না। সম্ভবত গত রাতের কোনও একসময় ওই খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়। লাশের পাশেই পানিতে তার লুঙ্গি ছিল। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয়দের অনুরোধে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।