রাফায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরাইলের হামলা, নিহত ২৫
প্রথম নিউজ, ডেস্ক : গাজার রাফাহ অঞ্চলের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়দানকারী তাঁবুতে ইসরাইলের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহর আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং ৫০ জন আহত হয়েছেন।
এর আগে চিকিৎসা সূত্র আনাদোলু এজেন্সিকে (এএ) জানিয়েছিল, ইসরাইলি ট্যাঙ্কগুলো বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর পর উদ্ধারকারী দল ১৮ জনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ৩৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।