রূপগঞ্জে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাসুম বিল্লাহ (২৬) ও জোবায়ের (২৪)। তারা স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাসুম বিল্লাহ (২৬) ও জোবায়ের (২৪)। তারা স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের নিউ মার্কেটের সামনে প্রতিদ্বন্দ্বী দলের ২০-২৫ জন তাদের ওপর হামলা ও গুলি চালায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া শুক্রবার বলেন, মাসুমের কোমরে ও জোবায়েরের পিঠে গুলি লাগে। দু’জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।