রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

 রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

তারা হলেন, শেফালী খাতুন (৫৫), ও সখিনা বেগম (৫৫)। শেফালী খাতুনের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। আর সখিনা বেগমের গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। তারা পেশায় গৃহিণী ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ১৯৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন- চার হাজার ২১ জন।