রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-হেরোইন-ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-হেরোইন-ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র, হেরোইন ও ফেনসিডিলসহ মো. সেলিম আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৩ আগস্ট) দিনগত রাতে রাজশাহীর চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. সেলিম আলী চারঘাটের ঝিকরা গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুটি দেশীয় ওয়ানশুট্যার, দুই রাউন্ড গুলি, ৫০০ গ্রাম হেরোইন এবং ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক এবং হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।