রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭
আজ বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) ডিএমপি’র অনলাইন নিউজ পোর্টালের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) ডিএমপি’র অনলাইন নিউজ পোর্টালের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ(১৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০হাজার ১৯০টি ইয়াবা, ৪গ্রাম হেরোইন, ১গ্রাম আইস, ৫২কেজি ৩০গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews