রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার স্টার পার্ক হোল্ডিং লিমিটেডের নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে গিয়ে মো. বাবুল হাওলাদার (৪৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাবুল হাওলাদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোলকাঠি গ্রামে। তার বাবার নাম মো. বশির হাওলাদার। বাবুল নির্মাণাধীন ভবনটির দেখাশোনা করতেন ও সেখানেই থাকতেন।
বাবুলের শ্যালক পারভেজ ওরফে শুভ বলেন, আজ সকালে আমার দুলাভাই স্টার পার্ক হোল্ডিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনার জন্য ছাদে ওঠেন। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews