যুবলীগ নেতা অলিউল্লাহ খুন : প্রতিবেদন ৩১ অক্টোবর

 যুবলীগ নেতা অলিউল্লাহ খুন : প্রতিবেদন ৩১ অক্টোবর

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন। 

পুলিশ জানায়, স্থানীয় এলাকার আধিপত্য বিস্তার করে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে হত্যা করা হয়। এ মামলায় গ্রেপ্তার হাবিব ও শাহজালাল নামে দুই ব্যক্তি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। স্থানীয় এলাকার বাজার ও ফুটপাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শাহজালালের সঙ্গে আধিপত্য বিস্তার কেন্দ্রিক বিরোধ হয় রুবেলের।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২১ জুলাই অলিউল্লাহর স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।