যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন
এই মূল্য ৪ ডলারেরও নীচে নেমে যায়।
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসের মধ্যে গ্যাসোলিনের (জ্বালানি তেল) খুচরা মূল্য সর্বনিম্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) এই মূল্য ৪ ডলারেরও নীচে নেমে যায়। আমেরিকান অটোমোবাইলস অ্যাসোসিয়েশন এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার এক গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য ছিল ৩.৯৯০ ডলার। গত জুন মাসে গ্যাসোলিনের মূল্য রেকর্ড ৫.০২ ডলার ছিল যে কারণে গত জুলাই মাসে গাড়ির চালকরা করোনা মহামারীর সময়কার (২০২০ সাল) জুলাই মাসের চেয়েও তুলনামূলকভাবে কম জ্বালানি তেল কিনতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের সর্বশেষ এই মূল্য হ্রাস নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং কংগ্রেসে বাইডেনের দল ডেমোক্র্যাট পার্টিকে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তেলের দাম কমাতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস।
প্রসঙ্গতঃ ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছিল। এক পর্যায়ে ব্যারেল প্রতি তেলের দাম উঠে যায় ১৩৯ ডলারে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সুখবর রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে জ্বালানি তেলের দাম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews