যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আগুন, ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক তিন তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আট শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক তিন তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আট শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় নগরীর উত্তরে এক আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফিলাডেলফিয়া নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দমকল কর্মকর্তারা নর্থ টুয়েন্টি থার্ড স্ট্রিটের অগ্নিকাণ্ডে আট শিশু ও চার প্রাপ্ত বয়স্কের মৃত্যু নিশ্চিত করেছেন। আগের সংবাদ সম্মেলনে ঘোষণা করা মৃতের সংখ্যার তুলনায় মোট এই সংখ্যা একজন কম। দুর্ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলছে।’
এর আগে ফিলাডেলফিয়ার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ মরফি জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো আট ব্যক্তি ভবনে আগুন লাগার পর তা থেকে বাঁচতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় ওই ভবনে ২৬ ব্যক্তি অবস্থান করছিলো। সরকারি প্রণোদনার ফিলাডেলফিয়া হাউজিং অথরিটি ওই ভবনের মালিক। সংস্থাটি নগরীর নিম্ন আয়ের লোকদের আবাসনের ব্যবস্থা করে আসছিলো।
এদিকে নগরীর মেয়র জিম কেনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভয়াবহ পন্থায় এত লোকের প্রাণহানি আমাদের নগরীর ইতিহাসে নিঃসন্দেহে এক বিষাদময় দিন।’ তিনি আরো বলেন, ‘এত শিশুর মৃত্যুও ভয়াবহ।’
সূত্র : সিএনএন ও বিবিসি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: