ময়মনসিংহ কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফারজানা খাতুন (২২) নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন

ময়মনসিংহ কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফারজানা খাতুন (২২) নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ১টা ৩৯ মিনিটে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত ৮ এপ্রিল কন্যা রিয়ামণিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেন ফারজানা খাতুন। এ মামলায় ২৮ এপ্রিল জামালপুর জেলা কারাগার থেকে তাকে ময়মনসিংহ আনা হয়। আজ দুপুর ১টা ৩৯ মিনিটে কারাগারে কয়েদখানার পেছনে টিনের ঘরে কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে তার লাশ নামিয়ে আনেন।  

ফারজানা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই ঊর্ধ্বতন কারা কর্মকর্তা।

ফারজানা খাতুন নামের ওই আসামি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলেও জানিয়েছেন সিনিয়র জেল সুপার।