ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড
প্রথম নিউজ, ফুলবাড়ীয়া : ২২ আগস্ট, সোমবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ১০ নং কালাদহ ইউনিয়নের শুশুতি বাজারে বি এন পি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে যাওয়ার সময় ফুলবাড়ীয়া উপজেলা বি এন পি’র নবগঠিত কমিটির সিনিয়র সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আঃ করিম সরকার এর গাড়ী বহর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। পরবর্তীতে সদর থানা কমপ্লেক্স এর মোড় পার হওয়ার সময় পুলিশ বিনা উসকানিতে হামলা ও লাঠিচার্জ করে। এসময় কমপক্ষে ৫০ টির অধিক মোটর সাইকেল ভাংচুর করে। পুষিশি হামলায় শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ৫/৬ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। থানা কমপ্লেক্সে ১৫ টিরও অধিক মোটর সাইকেল জব্দ করে নিয়ে যায়। থানা পুলিশের এই হঠকারি হামলায় বিএনপি ও এর অংগসংঠনগুলো তীব্র নিন্দা জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews