মিয়ানমারে হীরার খনি ধসে নিখোঁজ ৭০
মিয়ানমারে জেড পাথরের (হীরা) খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৭০ জনেরও বেশি শ্রমিক
প্রথম নিউজ, ডেস্ক : মিয়ানমারে জেড পাথরের (হীরা) খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৭০ জনেরও বেশি শ্রমিক।
এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। খবর সিএনএনের।
চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যের ওই হীরার খনিতে বুধবার ওই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই শতাধিক উদ্ধারকর্মী নিখোঁজ খনিকর্মীদের সন্ধানে অভিযান চালাচ্ছে।
সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনিধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।
মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর বা হীরা। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো সবুজ রঙের স্বচ্ছ জেড পাথর পাওয়া যায়। খনিটিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: