মহাসমাবেশ সফল করতে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম নিউজ, ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফল করতে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম,সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুল,মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিনসহ ৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় আগামী ২৮ অক্টোবরেরর মহাসমাবেশ সফল করতে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন রুহুল কবির রিজভী।