মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর লাউতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯), মো. পিয়াল মোল্লা (২০), মো. মুন্না (১৯), মো. ইসাহক (২৭)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি জানান, বুধবার (৯ আগস্ট) বিকেলে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদলের সক্রিয় পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই এবং রাত গভীর হলেই গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।