মেসে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্ষের তালা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ
প্রথম নিউজ, ইবি প্রতিনিধি : ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্ষের তালা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ। নিহত ওই শিক্ষার্থীরা নাম আবিদ আল আজাদ। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার আরজিভাট গ্রামে। পিতার নাম জহুরুল হক প্রামাণিক। উদ্ধারকারী থানা পুলিশের এএসআই শহীদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক কাজ শেষে লাশটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে লাশ হস্তান্তর করবো। প্রধান ফটক সংলগ্ন 'ব্রাদার্স ছাত্রাবাস' নামে একটি মেসের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন নিহত আবিদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির আহম্মেদ।
সাব্বিরের ভাষ্যমতে, সকাল ৯টায় আবিদের সঙ্গে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। তারপর তিনি ক্লাসে চলে যান। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে খাওয়া দাওয়া করে বাজারে চুল কাটাতে যান। রুমে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে মই লাগিয়ে রুমের জানালা দিয়ে সিলিংয়ের সঙ্গে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ড্রিল মেশিন দিয়ে দরজার ভিতরের লক ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ রকম ঘটনা সত্যিই দুঃখজনক। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews