মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে মন্ত্রণালয়ের চিঠি

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এনামুল হকের সই করা এ চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে মন্ত্রণালয়ের চিঠি

প্রথম নিউজ,ঢাকা: হঠাৎ করেই আবার দেশে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগের প্রধান, অধীন দপ্তর ও সংস্থাপ্রধানদের চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২১ জুন) মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এনামুল হকের সই করা এ চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

‘করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ’ শীর্ষক চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগের প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শুরুর পর থেকে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৩৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom