মিরপুরে ছাদ থেকে পড়ে আবাসিক হোটেল ইনচার্জের মৃত্যু

মিরপুরে ছাদ থেকে পড়ে আবাসিক হোটেল ইনচার্জের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুরে ছাদ থেকে পড়ে ঢাকা প্যালেস নামে একটি আবাসিক হোটেল ইনচার্জের মৃত্যু হয়েছে। নিহতের নাম আখতারুজ্জামান (৪০)।
 
শনিবার (২৭ জুলাই) রাতে মিরপুর-১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।  

এদিন রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আখতারুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিলকিস আক্তার বলেন, আমার স্বামী ঢাকা প্যালেস আবাসিক হোটেলের ইনচার্জ হিসাবে চাকরি করতেন। তার সঙ্গে রাত সাড়ে ৮টার দিকে আমার শেষ কথা হয়। পরে খবর পেলাম আমার স্বামী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আছে। মেডিকেলে এসে দেখি আমার স্বামী মারা গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহতের ভাই তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।