মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

প্রথম নিউজ, অনলাইন: বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করে হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান এক খুদে বার্তায় বলেন, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে ট্রাইবুনালে হাজির করা হবে।