মির্জাপুরে পৃথক স্থানে ফাঁস দিয়ে ৩ জনের আত্মহত্যা

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত উপজেলার কুড়াতলি, কুইচতারা ও পোস্টকামুরী গ্রামে এসব ঘটনা ঘটে।

মির্জাপুরে পৃথক স্থানে ফাঁস দিয়ে ৩ জনের আত্মহত্যা

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ১২ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করা দুই শিক্ষার্থী ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত উপজেলার কুড়াতলি, কুইচতারা ও পোস্টকামুরী গ্রামে এসব ঘটনা ঘটে। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের আব্দুল কাদের পলান (৬০) বাড়ির পাশে গাবগাছের ডালে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের সৌদিপ্রবাসী আব্দুস ছালাম মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সায়মা আক্তার শিমু (১৫) বসতঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া বুধবার সকালে পৌর এলাকার পোস্টকামুরী গ্রামের আমিনুল হোসেন লিটনের কলেজ পড়ুয়া ছেলে ফয়সাল আহমেদ জয় (১৭) তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার কোনো কারণ পরিবারের লোকজন পুলিশকে জানাতে পারেনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লাশ তিনটি উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এসব ঘটনায় থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।