মার্কিন শুল্ক: সমঝোতা ছাড়াই শেষ ওয়াশিংটন বৈঠক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সমঝোতা বা ঐকমত্য ছাড়াই শেষ হলো শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার দ্বিতীয় দফার ৩ দিনব্যাপী আলোচনা। ফলে বাংলাদেশি পণ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত ৩৫ শতাংশ বর্ধিত শুল্কই বহাল থাকলো। আগামী ১লা আগস্ট থেকে এটি কার্যকর হবে। একাধিক দায়িত্বশীল সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, নানা বিষয়ে দরকষাকষির মধ্য দিয়ে ওয়াশিংটন বৈঠকের আপাতত সমাপ্তি ঘটেছে। তবে এ বৈঠক 'সফল' না 'ব্যর্থ' তা নিয়ে খোদ সরকারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা রয়েছে এমন এক কর্মকর্তার ভাষ্যমতে, কূটনীতিতে আলোচনা, বিতর্ক কিংবা দরকষাকষি একটি চলমান প্রক্রিয়া। নগদে এর রেজাল্ট আসে খুব কম। যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে আলোচনায় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের আলোচনায় ফোকাস বা গুরুত্বটা ধরে রাখা কঠিন। বাংলাদেশ ৩ দিনের আলোচনায় যথাযথ গুরুত্বের সঙ্গে তার কথাগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে। যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের দাবি-দাওয়াকে পর্যালোচনার জন্য সময় নিয়েছে। বিশ্ব বাণিজ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক মার্কিন কোনো দাবি বাংলাদেশ একতরফাভাবে গ্রহণ করেনি, এটাই ওয়াশিংটন বৈঠকের সবচেয়ে বড় দিক।
সংশ্লিষ্টরা জানিয়েছেন- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইস্যু অনেক। তাই মতপার্থক্যও অনেক। তবে তিনদিনের মিটিংয়ে অধিকাংশ ক্ষেত্রেই উভয়পক্ষ কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। এতে উভয়ের ছাড় দেয়ার মানসিকতার স্বাক্ষর ছিলো। তবে যুক্তরাষ্ট্রে অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে এমন কিছু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সাংঘর্ষিক শর্তে একমত হতে পারেনি ঢাকা।
অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভার্চুয়াল বা ফিজিক্যাল আলোচনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। উল্লেখ্য, শুক্রবার শেষ হওয়া ৩ দিনের ওয়াশিংটন বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাউদ্দিন মাহমুদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।