ম্যানইউ কিনতে যাচ্ছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র
মূলত ইউনাইটেডের পুরো মালিকানা পেতে দুজনের মধ্যে লড়াই চলছে এখন। শুক্রবার তৃতীয়বারের মতো দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া ছিল।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো মালিকানা পেতে তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি। তিনি কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও পেশায় একজন ব্যাংকার। তিনি ছাড়াও ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র্যাটক্লিফও তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেন। মূলত ইউনাইটেডের পুরো মালিকানা পেতে দুজনের মধ্যে লড়াই চলছে এখন। শুক্রবার তৃতীয়বারের মতো দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। এবারের দরপ্রস্তাবে ৫০০ কোটি পাউন্ডের (যা বাংলাদেশি মুদ্রায় ৬৬,৬০৮ কোটি ৪৫ লাখ ৯২ হাজার টাকা) কিছু বেশি দর হাঁকেন শেখ জসিম। তবে তার প্রতিদ্বন্দ্বী জিম র্যাটক্লিফ কত দাম দর হাঁকেন সেটা জানা যায়নি।
আন্তুর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে জানা যায়, ইউনাইটেডের মালিকানা পেলে দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ জসিম। দরপ্রস্তাবে ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনাও উল্লেখ করেন জসিম। শুধু তাই নয় বাজারে ইউনাইটেডের যে ২ কোটি ডলার দেনা রয়েছে সেটাও মেটাবেন তিনি। অন্যদিকে দরপত্র হাঁকানো র্যাটক্লিফ পেশায় একজন কেমিক্যাল ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তিনি ইউনাইটেডের ভক্ত। এর আগে গত বছর চেলসি কেনার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।
তবে র্যাটক্লিফ অবশ্য ইউনাইটেডের পুরো মালিকানা চান না। তিনি ৫০ ভাগের কিছু বেশি মালিকানার জন্য দরপ্রস্তাব হাঁকেন। সেটা হলে ক্লাবটির নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবেন এই ব্রিটিশ নাগরিক। র্যাটক্লিফের দরপ্রস্তাব অনুযায়ী ২০ শতাংশ করে শেয়ার থেকে যাচ্ছে ইউনাইটেডের নির্বাহী কো-চেয়ারম্যান জোয়েল ও আভ্রাম গ্লেজারের। কিন্তু রেড ডেভিল সমর্থকদের বড় একটা অংশ ক্লাবের মালিকানায় যুক্তরাষ্ট্রের ধনকুবের গ্লেজার পরিবারকে আর দেখতে চান না।
তবে ইউনাইটেড বিক্রি করতে গ্লেজার পরিবারের দাবি রেকর্ড ৬০০ কোটি পাউন্ড। ফলে তার চেয়ে কম অর্থের দরপ্রস্তাব দেওয়া শেখ জসিম এবং র্যাটক্লিফের দরপ্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে। গত বছর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ৪২৫ কোটি পাউন্ডে চেলসি কেনেন। ক্লাব বিক্রিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ খরচের রেকর্ড। ডেলয়েটের হিসাব অনুযায়ী ইউনাইটেড বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী ক্লাব। এর সাথে ঐতিহ্য আর জনপ্রিয়তা তো রয়েছেই!
সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতা পিছনে ফেলে নতুন স্বপ্ন দেখছেন রেড ডেভিল সমর্থকরা। এরিক টেন হাগের অধীনে ইতিমধ্যে ছয় বছরের খরা কাটিয়ে শিরোপা জিতেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগেও শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত। সব মিলিয়ে ট্রাকে ফেরার বেশ ভালো সম্ভাবনা রয়েছে তাদের।