বৃষ্টিতে বন্ধ খেলা: এশিয়া কাপ

স্কোরবোর্ডে দেড়শ’ রান তোলার আগেই ছয় লঙ্কান ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছেন টাইগ্রেসরা।

বৃষ্টিতে বন্ধ খেলা: এশিয়া কাপ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কান মেয়েদের চেপে ধরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে দেড়শ’ রান তোলার আগেই ছয় লঙ্কান ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছেন টাইগ্রেসরা। নাহিদা আক্তার একাই নিয়েছেন তিন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫২ রান। বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে। এর আগে কলম্বোর পি সারা ওভাল মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই লঙ্কান ওপেনার হারসিথাকে খালি হাতে ফিরিয়ে দেন জাহানারা আলম। 

দলীয় ৩২ রানে আরেক ওপেনার ভিশমিকে ফেরান নাহিদা। ৭৩ রানে লঙ্কান অধিনায়ক চামিরা আত্তাপাত্তুও ফিরেন নাহিদার শিকার হয়ে। চার রানের ব্যবধানে নিকশি ডি সিল্ভাকে ফিরিয়ে ধস নামান নাহিদা। এরপর দলীয় ৮৯ রানে ইমেশাকে ফাহিমা খাতুন ফেরানোর পর দলীয় ১১৭ রানে প্রসাধানিকে ফেরান সুলতানা খাতুন।