মুন্সিগঞ্জে ট্রাকচাপায় দুই নারী নিহত
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: