মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচামরিচের দাম বেশি: সোহেল

আজ বুধবার (১২ জুলাই) বিকেলে গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচামরিচের দাম বেশি: সোহেল

প্রথম নিউজ, ঢাকা: বর্তমান অবৈধ সংসদে যেসব অবৈধ মন্ত্রী-এমপিরা আছেন তাদের চেয়ে কাঁচামরিচের দাম বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেছেন, 'অবৈধ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এরা বছরে দুইবার বিদ্যুতের দাম বাড়ায়। ওরা (সরকার) জনগণের কথা শোনে না। লুটেরা গোষ্ঠীর কথা শোনে। এদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

আজ বুধবার (১২ জুলাই) বিকেলে গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, আমরা এরশাদের বিরুদ্ধে ও একদফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। স্বৈরাচার এরশাদ ক্ষমতায় থাকতে পারিনি। আমাদের সাথে সেই সময়ের আন্দোলনে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিল। তিনি দিনের বেলায় যখন বিএনপির সাথে থাকত বলতে একদফা এক দাবি এরশাদ তুই কবে যাবি, আবার রাত হলে এরশাদের সাথে আঁতাত করত ক্ষমতার ভাগ বসানোর জন্য।

সরকারের উদ্দেশে ঢাকা মহা নগর দক্ষিণ বিএনপির সাবেক এই সভাপতি বলেন, আপনারা সিদ্ধান্ত নেন কীভাবে পালাবেন, পাকিস্তানের মতো করে পালাবেন? শ্রীলঙ্কার মতো করে পালাবেন? হাফপ্যান্ট পড়ে পালাবেন নাকি ফুল প্যান্ট পড়ে পালাবেন? সিদ্ধান্ত আপনাদের। এ সময় তিনি বিএনপির আন্দোলনে সমস্ত বিদেশিরা সমর্থন জানিয়েছেন বলে তাদেরকে ধন্যবাদ জানান।

ঢাক মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।