মেধার বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে: প্রধান নির্বাচক

 মেধার বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে: প্রধান নির্বাচক

প্রথম নিউজ, ডেস্ক : সাকিব আল হাসান কেন দলে? পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণার পর এই প্রশ্নটি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সাকিব বেছে বেছে সিরিজ খেলছেন বিগত কয়েক বছর ধরেই। সেটা নিয়ে বড় কোনো সমস্যা ছিল না।

মূলত সাকিব দলে কেন সেই প্রশ্নটি এখন নতুন করে এসেছে অন্য কারণে। সবারই জানা, সাকিব ছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেশ বিপাকে। অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই হয়েছেন হামলার শিকার।

এই পরিস্থিতিতে সাকিব স্বাভাবিকভাবেই দেশে ফেরেননি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছিলেন, সেখান থেকে সরাসরি যাবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

সাকিব আসছেন না, কিন্তু তিনি কেন জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন? আজ (সোমবার) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে (সাকিব) তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, বিভিন্ন সংস্করণের ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড…সবকিছু মিলিয়েই যাচ্ছে।’

শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সাকিবেরও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।

রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় সাকিবের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আছে, স্বীকার করছেন প্রধান নির্বাচকও। তবে দল নির্বাচনের ক্ষেত্রে সবকিছুকে উর্ধ্বে রেখে সাকিবের মেধার মূল্যায়ন করা হয়েছে, জানালেন তিনি।

গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’