মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
আজ রোববার দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারের কাছে হাজি বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক বন্ধু আহত হয়েছে। আজ রোববার দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারের কাছে হাজি বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) ও রমজান আলীর ছেলে মো: হাবিব (১৬)। আহত হয়েছেন একই গ্রামের আনিসুর রহমানের ছেলে মো: সাদিক (১৮)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হন। দুপুরে গারোবাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হন এবং গুরুতর আহত হন সাদিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।