তাড়াশে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।

তাড়াশে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামক স্থানে আবুলের পুকুরে বস্তাবন্দি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকালে হেদারখাল নামক স্থানে পুকুরে বস্তার মধ্যে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ ভাসছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ অর্ধগলিত। ধারণা করা হচ্ছে, গত কয়েক দিন আগে তাকে হত্যা করে বস্তার মধ্যে লাশ ভরে পুকুরে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।