মোদির চোখে ভয় দেখেছি : রাহুল
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

প্রথম নিউজ, ডেস্ক: ভারতের পার্লামেন্টে অযোগ্য ঘোষণার পর দিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে কারণ প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্য নিয়ে ভীত। আমি তার চোখে ভয় দেখেছি। এ জন্যই তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না।’ আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মানহানির মামলায় দুই বছরের জন্য কারাদণ্ডিত হওয়ার এক দিনের মাথায় গতকাল শুক্রবার তাকে ভারতের লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। এরপরই সংবাদ সম্মেলনে আসেন রাহুল।
তিনি বলেন, ‘বিজেপি নেতাদের দাবি আমি ভারতবিরোধী শক্তিদের সহায়তা করছি। আমি স্পিকারকে বলেছি এর জবাব দেওয়া আমার অধিকার। কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি।’ সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘আমার একটাই কাজ। আর তা হলো সত্যের জন্য লড়াই করা এবং এ দেশের গণতন্ত্র রক্ষা করা। আমাকে আজীবন অযোগ্য ঘোষণা করুন, আজীবন জেলে দিন, এরপরও লড়াই চালিয়ে যাব।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: