মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে প্রায় ৪৫০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

 মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে প্রায় ৪৫০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের পর হঠাৎ করেই মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়ায় বেশি আক্রান্তের সংখ্যা শিশু। এরপর বৃদ্ধরা। এদিকে হাসপাতালে সিট সংকট থাকায় রোগীরা ফ্লোরে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার নুরজাহান বেগম বলেন, আমার নাতি সিজান (৬) হঠাৎ করে পাতলা পায়খানা ও বমি করে। খাবার স্যালাইন খাওয়ানোর পরও কমেনি। বরং আরও বেশি অসুস্থ হয়ে গেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করেছি। এখন অনেকটাই সুস্থ।

মাদারীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নুপুর নাগ বলেন, মাদারীপুর সদর হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্তের রোগীর চাপ বেড়েছে। সিট সংকট থাকায় অনেকেই ফ্লোরে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন বলেন, মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য ছয়টি আসন থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৫টি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. খলিলুজ্জামান খান বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হলে ভয় বা আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সেই সঙ্গে দ্রুত তাকে হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও পরিবারের শিশু ও বৃদ্ধাদের দিকে বিশেষ নজর রাখতে হবে।