মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া (২৫) মেহেরপুর জেলার নীরব উদ্দিনের ছেলে এবং শাহাদাত হোসেন (২৮) একই এলকার আরিফ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু শাহাদাতকে সঙ্গে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক।
শুক্রবার সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আশিক। গুরুতর আহত অবস্থা শাহাদাতকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহাদাতকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান তিনি। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews