ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে টলিউড-বলিউডেও কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশেষ করে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে তিনি নিয়মিতই অভিনয় করছেন। সেই সুবাদে টলিউডে তাঁর স্বীকৃতিও মিলেছে। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও। এবার এই অভিনেত্রীর পালকে যুক্ত হলো নতুন মুকুট। পেয়েছেন ফিল্মফেয়ারের ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার। কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। এই অনুষ্ঠানে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। অনেক তারকা তাঁদের স্টাইল ও গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাঁদের মধ্যে অন্যতম। এদিন তাঁর হাতে উঠেছে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার।
পুরস্কার পাওয়ার পর সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করে জয়া লিখেছেন, ‘এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
একই পোস্টে বেশ কিছু ছবিও শেয়ার করেন জয়া। তাঁকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতেও দেখা যায়। সঙ্গে তাঁর রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে। অভিনেত্রীর পরনে ছিল একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। সঙ্গে টেনে বাঁধা চুল আর হালকা গয়না। এই অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও দ্যুতি ছড়িয়েছেন টলিউডের রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী প্রভৃতি।